তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে মৃত বেড়ে ৫৬ মাদে কি মেশাচ্ছে তারা ?

ভারতের তামিলনাড়ু রাজ্যে আবারো বিষাক্ত মদ্যপানে মারা গেছে ৬ জন ভারতের সংবাদ মাধ্যম অনুযায়ী। এই বিষাক্ত মধ্যপান করে মারা যাওয়া প্রায় সকল ব্যক্তি কেল্লাকুরচি জেলার বাসিন্দা। AFP একজন কর্মরত সাংবাদিক কিছু সময় আগেল্লা কেল্লাকুরচি শহর সফর করতে গিয়েছিলেন।

তিনি বলেছেন একের পর এক মিনিটে দেহ তার সাক্ষাতেই শহরের প্রধান শ্মশানে আগুন নিয়ে পোড়ানো হচ্ছে আগুনের ধোঁয়ায় আকাশ কালো হয়ে উঠেছিল। তিনি আরো বলেছেন যে তিনি শহরের বিভিন্ন হাসপাতালে ঘুরে বেড়িয়েছেন এবং সে জানিয়েছে যে বর্তমানে সময়ে ১২৮ জনেরও বেশি মানুষ কারণে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা ও রোগে নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

সাংবাদিককে ডাক্তার জানিয়েছেন যে সেখানকার বেশিরভাগ অসুস্থ ব্যাক্তিদের জ্বর অত্যাধিক ডায়রিয়া ঘন ঘন বমি পাকস্থলী ব্যথা যোগ হয়ে জ্বালা করা আরো বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছে। কেল্লাকুরচি তে বিষাক্ত মধ্য বিক্রি করার কারণে দুইজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

কেল্লাকুরিচি জেলার দায়িত্বে থাকা পুলিশ টিকে বহিষ্কার করা হয়েছে এবং তার সঙ্গে কর্মরত আরো ১০ জনকে তাদেরকে বহিষ্কার করার কারণ ছিল মদের বাণিজ্য নজর রাখি রাকাত তাদের দায়িত্ব তারাই দায়িত্ব ভালোভাবে পালন না করার জন্য।





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url